সংবিধান কার জন্য?
লিখেছেন লিখেছেন দেখা হবে বিজয়ে ২৩ অক্টোবর, ২০১৩, ১১:৫২:৪৫ সকাল
সংবিধান কার জন্য? জনগনের জন্য সংবিধান! নাকি সংবিধানের জন্য জনগন।যদি সাধারণ মানুষের জন্য হয় তবে আর কত মানুষের মৃত্যু হলে সংবিধান সংশোধন হবে?
আইন কার জন্য? সাধারণ মানুষ! নাকি প্রভাবশালিদের জন্য যদি সবার জন্য হয় তবে আইনের বেড়াজালে সাধারন মানুষ কেন কারাগারে। দেশের বর্তমান পরস্থিতিতে আমার এ রকম অনেক প্রশ্নই জাগছে। বিশেষ করে দেশের বর্তমান রানৈতিক পরস্থিতি সংকট নিরসনে যদি দেশের প্রধান দুই দলের নেত্রি আজ বৈঠকে বসে সহজ,ও সরল পন্থা বের করলে দেশের তথা দেশের জনগনের ও সাধারণ মানুষ অনেক ভালো হত এমনই কামনা করছে দেশের সাধারন মানষ।
বিষয়: রাজনীতি
৯৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন